বাংলা প্রবন্ধ রচনা : বইমেলা - by Composition

বইমেলা রচনা class 10

বাংলা প্রবন্ধ রচনা : বইমেলা - by Composition

বইমেলা বাংলা প্রবন্ধ রচনা


আরো পড়ুন :- 

 পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা ২০২৩


ভূমিকা :

মেলা মিলিয়ে দেয়-মানুষে মানুষে, জিনিসে, দেশে দেশে। মেলা আবার চিনিয়েও দেয়-শিল্প-সংস্কৃতি-সমাজকে তবে মেলা যেমন নানা জাতের, তার পৃষ্ঠপোষকরাও তেমনি আবার প্রবণতার বাণিজ্য-মেলায় বিষয়নিষ্ঠদের এবং বই-মেলায় জিজ্ঞাসুদের ভিড়

বইমেলার প্রচলন :

১৮০২ সালে প্রথম নিউইয়র্ক শহরে বইমেলার আসর বসে উদ্যোক্তা ছিলেন ম্যাথু কেরী। ১৮৭৫ সালে একশ জন প্রকাশক মিলে নিউইয়র্কের ক্লিনটন শহরে আয়োজন করলেন বইমেলার। ত্রিশ হাজার গ্রন্থ মেলায় প্রদর্শিত হয়েছিল ১৯৪৯ সালে শুরু হয় ফ্রাঙ্কফুটের বৃহৎ বইমেলা। সেখান থেকেই আধুনিক বইমেলার স্মরণীয় শুভযাত্রা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বের দেশে দেশে বইমেলা জনপ্রিয় হয়ে ওঠে সংস্কৃতির নানা উপকরণের মধ্যে এখন বইমেলা হয়ে উঠেছে অন্যতম আধুনিক উপকরণ। বইমেলা হলো আন্তর্জাতিক সংস্কৃতি-বিকাশের অন্যতম ক্ষেত্র

বাংলাদেশে বইমেলা :

বাংলাদেশের বইমেলা একটি সাংস্কৃতিক ঐতিহ্যে পরিগণিত হয়। স্বাধীনতার পর ১৯৭৫ সালে মুক্তধারা নিজেদের উদ্যোগে প্রথমে বইমেলা চালু করে। বাঙলা একাডেমি প্রাতিষ্ঠানিক বইমেলার আয়োজন করে ১৯৭৮ সাল থেকে। ১৯৮৫ সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলার নাম দেয়া হয়একুশে বইমেলা' সরকারি উদ্যোগে ১৯৯৫ সাল থেকে আয়োজিত ঢাকা বইমেলা জনপ্রিয়তা অর্জন করে। উদ্যোক্তা হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্র বিশেষ ভূমিকা পালন করে।

বইমেলার তাৎপর্য :

গ্রন্থ মানব সভ্যতার অন্যতম প্রাণসত্তা। গ্রন্থ মানুষে মানুষে প্রীতির বন্ধন দৃঢ় করেছে। গ্রন্থই মানুষের `অতীত, বর্তমান ভবিষ্যতের সেতুবন্ধন, শুভবুদ্ধি জাগরণের চাবিকাঠি। গ্রন্থপাঠ মানুষের এক দুর্নিবার নেশা। এই নেশাতেই মানুষ ছুটে যায় বইমেলায়। বইমেলা দেশ জাতির অগ্রগতির হাতিয়ার কূপমণ্ডুক অন্ধ ধারণা থেকে মানুষকে মুক্তি দিতেই এর আবির্ভাব বইমেলা এক মহৎ অনুভবেরই প্রেরণাস্থল

মেলার পরিবেশ :

বই-মেলার প্রাঙ্গণে নানা ধরনের প্রকাশক স্টল খোলেন। এক-একটি প্রতিষ্ঠানের প্রবণতা থাকে এক এক ধরনের বইয়ের প্রতি ফলে ক্রেতারা তাদের অভিরুচি অনুযায়ী স্টল নির্বাচন করে বই কিনতে পারেন

পারস্পারিক ভাব-বিনিময় :

বই-মেলার উন্মুক্ত পরিবেশে ক্রেতাদের মধ্যে ভাব-বিনিময়েরও যথেষ্ট সুযোগ রয়েছে। তারা তাদের পছন্দ-অপছন্দ, ভালো-লাগা, মন্দ-লাগা কেনা-কাটার উপকরণ নিয়ে পরস্পরের সাথে আলোচনা করতে পারেন। উপরন্তু মেলার বর্ণাঢ্য পরিবেশ বড়দের বই কেনার আগ্রহে যেমন ইন্ধন যোগায়, ছোটদের কল্পনাকেও তেমনি উজ্জীবিত করে। তাছাড়া মেলা প্রাঙ্গণে লেখক প্রকাশকদের সমাবেশ ক্রেতাদের উৎসাহিত করে। বইমেলা বিখ্যাত লেখক প্রকাশকদের সাথে ক্রেতাদের প্রত্যক্ষ যোগাযোগের সুযোগ করে দেয়।

কর্মব্যস্ত ক্লান্ত মানুষ :

কর্মব্যস্ত মানুষ, যাঁরা এমনিতে বই কিনতে যাবার সময় পান না, তাদের অনেকেই বই-মেলায় গিয়ে হাজির হন বইয়ের টানের সাথে বাড়তি যে জিনিসটি এখানে যুক্ত থাকে তা হলো মেলার টান।

একুশের বই-মেলা :

একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের জাতীয় মননের প্রতীক বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত মেলার সাথে একুশের জাতীয় চেতনা যুক্ত থাকে। বাংলা একাডেমির এই মেলা আমাদের জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। এছাড়া একটি পাঠ্যানুরাগী প্রজন্ম গড়ে তুলতে এবং আমাদের নিজস্ব সংস্কৃতির লালন পৃষ্ঠপোষকতায় একুশের বইমেলা পালন করে আসছে অগ্রণী ভূমিকা। মেলাটি বাংলা একাডেমি চত্বরে আয়োজন করা হয়। বই-মেলার প্রাঙ্গণেও কি বিচিত্র পরিবেশ।

কোথাও ইউনিফর্ম-পরা বিদ্যালয়ের ছেলেমেয়েরা লাইন করে এগোচ্ছে, কোথাও আবার প্রবীণ তার অনেকদিন আগেকার কোনো প্রীতিভাজনকে খুঁজে পেয়ে হাত বাড়িয়ে দেন সাহায্যে। কোথাও বইয়ের প্যাকেট হাতে নিয়ে দ্রুত হেঁটে-চলা, দোকান-কর্মচারী, কোথাও আবার কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে মন্থরগতি জ্ঞানান্বেষী।

এছাড়া, বইয়ের বিভিন্ন স্টলেও নানা শ্রেণির মানুষ, কেউ প্রাণপণ চেষ্টায় ঠেলাঠেলি করে কাউন্টারের দিকে এগুতে ব্যস্ত, কেউ আবার ভিড় এড়াবেন বলে স্টলের দরজায় দাঁড়িয়ে অন্যমনস্ক। কেউ এক-একটা বই হাতে নিয়ে ধীরে-সুস্থ পাতা ওল্টাচ্ছেন, কেউ-বা সন্ধানী আলোর মতো নিজের দৃষ্টিকে ঘুরিয়ে নিচ্ছেন সাজিয়ে রাখা বইগুলোর ওপর দিয়ে কেউ দেখছেন অনেক, কিনছেন সামান্যই, কেউ আবার ঝোঁকের মাথায় না দেখেই অনেককিছু কিনে ফেলছেন

উপসংহার :

বিগত কয়েক বছর আমাদের দেশে বই-মেলার জনপ্রিয়তা অনেক বেড়েছে। বাংলা একাডেমি আয়োজিত গত বছরের বই-মেলাগুলোই তার প্রমাণ। প্রতিবছরই এখানে ক্রেতা স্টলের সংখ্যা এবং বই ক্রয়-বিক্রয়ের পরিমাণ বাড়ছে। এটা বলার অপেক্ষা রাখে না যে, জিজ্ঞাসু মানুষদের অভাব-অভিযোগ যত বাড়বে, যতই দৈনন্দিন জীবনের ব্যস্ততা তাদের শৃঙ্খলিত করবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url